জাবি শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান

16.3.16জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান ১৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, জ্ঞানে রাজ্যে প্রবেশ করতে হলে অধ্যয়নের কোন বিকল্প নেই। উচ্চশিক্ষা সম্পর্কে তিনি বলেন, বিশ^বিদ্যালয় হচ্ছে নতুন জ্ঞান সৃজন, জ্ঞান ধারণ ও জ্ঞান বিতরণের জায়গা। তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে উচ্চশিক্ষার ব্যাপক বিস্তার ঘটেছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে ১৩০টি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে প্রায় ৩২ লক্ষ শিক্ষার্থী অধ্যয়ন করছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।

 

Post MIddle

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লেখাপড়া২৪.কম/এনএস/জুবায়ের/এমএএ

পছন্দের আরো পোস্ট