কুয়েটে মাদক বিরোধী আলোচনা সভা

 

Fazlul Hal_Drug Prevention Seminar“মাদকের বিরুদ্ধে সোচ্চার হউন, সুস্থ্য ক্যাম্পাস গড়ে তুলুন” এ স্লোগানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হলো মাদক বিরোধী আলোচনা সভা। ১৬ মার্চ বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল কর্তৃক এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

 

প্রধান আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বজলার রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফজলুল হক হলের প্রভোষ্ট ড. কাজী আবু বকর মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া।

 

লেখাপড়া২৪.কম/কুয়েট/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট