৯টি কলেজকে একাডেমিক স্বীকৃতি প্রদান

education ministryশর্ত সাপেক্ষে নতুন নয়টি কলেজের একাডেমিক স্বীকৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

 

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কাউচার নাসরীন স্বাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, কলেজগুলো হলো সিরাজগঞ্জের সিরাজগঞ্জ কলেক্টরেট কলেজ, নীলফামারীর জলঢাকার জলঢাকা মহিলা মহাবিদ্যালয়, ডিমলার পশ্চিম ছাতনাই মহিলা মহাবিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুরের হাসান আলী চৌধুরী মহাবিদ্যালয়, বরিশালের বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, ভোলার চরফ্যাসনের নীলিমা জ্যাকব মহিলা কলেজ, লালমোহনের হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়, ঝালকাঠির নলছিটির মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজ, লক্ষ্মীপুরের রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।

 

অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও না দেয়ার শর্তে নিয়োগকৃত শিক্ষক/জনবলের বেতন ভাতাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল হতে পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো আর্থিক দায়ভার বহন করবে না।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট