যুব ছায়া সংসদের তৃতীয় অধিবেশন বসছে কাল

12092636_1004930526244355_2144749637_nইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের উদ্যোগে যুব ছায়া সংসদ এর তৃতীয় অধিবেশন বসছে আগামীকাল (১৬ মার্চ ২০১৬) স্বেচ্ছাসেবী যুব সংগঠন ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার- অক্সফ্যাম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সহ আরো ১৬টি সহ-আয়োজক নিয়ে দেশের সকল কর্মক্ষম নাগরিকদের যোগ্যতানুসারে কাজ পাওয়ার অধিকার তথা ‘কর্ম অধিকার’ নিশ্চিত করার দাবীতে ‘যুব ছায়া সংসদ’ এর তৃতীয় অধিবেশন আয়োজন করতে যাচ্ছে আগামী বুধবার ১৬ মার্চ বিকাল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

 

“ছায়া সংসদের অধিবেশন অনুষ্ঠিত হবে মহান জাতীয় সংসদ এর আদলে। ‘যুব ছায়া সংসদ’ এর এবারের অধিবেশনে দেশের ৩০০টি নির্বাচনী এলাকা থেকে ৩০০ জন যুবক প্রতিনিধিত্ব করবেন,যাদের প্রত্যেকর বয়স ২৫ বছরের কম। তারা কর্ম অধিকার আইন প্রণয়ন এবং সকল প্রকার চাকুরির আবেদনের সাথে ব্যাংক ড্রাফট/ পে অর্ডার প্রথা অবিলম্বে বাতিলের দাবীতে প্রস্তাবনা তুলে ধরবেন। উক্ত ‘যুব ছায়া সংসদ’ এর অধিবেশনটিতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক খাদ্য মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি।

 

Post MIddle

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাবেক ডাকসু নেতা ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং এনজিও বিষয়ক ব্যূরোর পরিচালক কে এম সালাম। যুব সংগঠন ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গারের সভাপতি আবদুল্লাহ আল কাইয়ূম কাফি বলেন, বাংলাদেশেরর সকল নাগরিকের খাদ্যে অধিকার নিশ্চিত করার অভিপ্রায়ে অবিলম্বে খাদ্যে অধিকার আইন প্রণয়নের দাবীতে গত ৩০ ডিসেম্বর ২০১৪ এই যুব ছায়া সংসদ যাত্রা শুরু করে।

 

গত বছর ১৭ অক্টোবর ২য় অধিবেশন অনুষ্ঠিত হবার পরে ১৬ মার্চ ২০১৬ আমরা ৩য় অধিবেশনে মিলিত হচ্ছি। আমি অধিবেশনটি নিয়ে আশাবাদী।

পছন্দের আরো পোস্ট