বশেমুরবিপ্রবি’র টাঙ্গাইল জেলা সমিতির নবীনবরণ

bবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) টাঙ্গাইল জেলা সমিতির নবীনবরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের আই প্লাস ওয়ান চত্বরে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।

 

উক্ত নবীনবরণে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ইমরান হোসেন। উপস্থাপনা করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল জেলা সমিতির পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আয়োজিত এই নবীনবরণে উপস্থিত ছিলেন প্রায় ২০ জন নবীন শিক্ষার্থী।

 

Post MIddle

এই বিষয়ে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ‘পবিত্র পাল অজিত’ বলেন, আমাদের জেলা সমিতির পক্ষ থেকে অনেক গুলা কাজ হাতে নেয়া হয়েছে তারমধ্যে উল্লেখ্যযোগ্য হল গরীব ও দুস্ত শিক্ষার্থীকে সাহায্য করা, রক্তদান কর্মসূচী, সংগঠনের উন্নয়ন ইত্যাদি।

 

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা সমিতি আগে বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্ভুক্ত ছিল । গত বছর আলাদা ভাবে টাঙ্গাইল জেলা সমিতি নামে আত্মপ্রকাশ করে।#

 

 

পছন্দের আরো পোস্ট