তোমার চোখ লাল কেন ?
জানি তুমি ভাল নেই
—–আমি আছি বেশ,
মিথ্যে মায়ার বাঁধন তাই
——আজকেই হলো শেষ ।
তবুও ভাল-বুঝিয়েছ কিছু
—– প্রয়োজনের চেয়েও বেশি,
কষ্টের মাঝেও আজকে আমি
——ভীষণ রকম খুশি ।
এটুকু নাহলে,হতোনা যে জানা,
—–তোমার মনের কথা
— জানি বলবে-“পাগলামো এসব”
—–কিন্তু এটাই বাস্তবতা ।
যতই তুমি ঢেকে রাখ চোখ
—–রঙিন চশমার ফাকে,
বৃষ্টি হয়ে অশ্রু তোমার
—–সিক্ত নয়ন ভাজে ।
আমি জানি,আমি বুঝি
—–তোমার ঐ চোখের ভাষা
– কিন্তু আমি যে এমনই
—–পগল নয়ত বোকা ।
তুমি চাইলেও পারবেনা লুকোতে
—- কারণ আমি জানি,বুঝি তোমাকে
হারিয়ে ফেলার ভয়টা বেশি,
—-তাই নিশ্চুপ রাখি আমাকে ।
ভাবতে পার আমি-
—– ভীরু,কাপুরুষ অথবা বোকা
তাতে কি আসে যায় বল !
——তবুও তো পাশে পাচ্ছি তোমাকে ।
তবে তুমি যেমনই থাক
—– আমি হারাতে চাইনা তোমাকে
– তোমাকে খুশি করতে যদি,
—– হাজারো কষ্টও দিতে হয় নিজেকে ।
জানি বলবে-“একটু বাড়াবাড়িই হচ্ছে”
——কিন্তু এটাই তো সত্য
ভাল না হয় না ই বাসলে…
—–তবুও পাশে তো থাক ।
আমি হারতে না চাইলেও
—–তবুও হারতে হবে আমাকে,
কারণ আমি জানি, —– আমি বুঝি,চিনি তোমাকে ।
তুমি যদি সুখি হও
—– তবেই আমার জয়,
আর যদি….বলবোনা থাক, —–অন্য কিছু নয় ।
উৎসর্গঃ মনের মহারাণী কে…
লেখাপড়া২৪.কম/আরএইচ