তোকেই রেখেছি যতনে

শরীরটা মাটির
যদি শুধুই মাটির দলা হত
ভেঙ্গেচুরে গুড়িয়ে দেখাতাম
তুই নেই কোথায় বসবাসরত।
শরীরটা মাটির হলেও তাতে
রক্তমাংস আর চামড়ার প্রাচীর
আমার চুল থেকে পায়ের আঙ্গুল,প্রতিটা পশম
বহমান তুই প্রতিটা রক্তকণায় ধমনীর
ভালবেসে শুধু তোকে চাই শুধুই তোকে
একত্বের কসম।
নগন্য হয়ে যাবে ছুরির আঘাত অথবা আচঁড়
খুঁজে দ্যাখ আমার শরীরের যএতএ
পাবি শুধুই তোকে
তোকেই রেখেছি যতনে শরীরের সর্বত্র।
উৎসর্গ : মিনু আহমেদ কে।
লেখাপড়া২৪.কম/নাজিম/এমএএ