ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় প্রতিনিধির সাক্ষাৎ

Pic. of Indian Scientistsভারতের কলকাতা বোস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. পারুল চক্রবর্তীর নেতৃত্বে ৮-সদস্য বিশিষ্ট একটি বৈজ্ঞানিক প্রতিনিধি দল আজ ১৫ মার্চ ২০১৬ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অধ্যাপক পার্থ মজুমদার, অধ্যাপক ড. বিকাশ কে. চক্রবর্তী, অধ্যাপক অমিতা মজুমদার, ড. ইন্দ্রানী বোস, গীতা তালুকদার এবং কাবেরী চক্রবর্তী।

 

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় বোস সেন্টার ফর এ্যাডভান্সড স্টাডি এন্ড রিসার্চ ইন ন্যাচারাল সাইন্সেস-এর পরিচালক অধ্যাপক শামীমা চৌধুরী এবং জে. সি. বোস ট্রাস্ট বাংলাদেশের সমš^য়কারী ড. ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে তারা প্রখ্যাত বিজ্ঞানী এস. এন. বোস ও জে.সি. বোসের বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা প্রকল্প চালুর ব্যাপারে আলোচনা করেন।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর/এমএএ

পছন্দের আরো পোস্ট