কুবির নবম ব্যাচের প্রথম বর্ষপূর্তি উদযাপন
‘জেগে ওঠো নবম ব্যাচ, বর্ষপূর্তির আনন্দে’ এই স্লোগানকে ধারণ করে প্রথম বর্ষপূর্তি উদযাপন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবম ব্যাচের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠাল তলায় কেক কাটা এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। পরে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কাঁঠাল তলায় এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কুন্ডু গোপীদাস, শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আইনুল হক ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রুপম দেবনাথ, নবম ব্যাচের সকল শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

২০১৫ সালের ১৫মার্চ একাডেমিক ক্লাস শুরুর মধ্য দিয়ে লাল পাহাড়ের সবুজ এ ক্যাম্পাসে পা রাখে এ ব্যাচের শিক্ষার্থীরা।
লেখাপড়া২৪.কম/কুবি/রাসেল/এমএএ