স্টেট ইউনিভার্সিটির সমাবর্তন বুধবার

7স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হবে বুধবার (১৬ মার্চ)। সমাবর্তনে স্প্রিং-২০১৪ থেকে ফল-২০১৫ পর্যন্ত সেমিস্টারের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে উত্তীর্ণ ১৮৫৫ জন শিক্ষার্থী তাদের ডিগ্রি অর্জন করবেন।

 

রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়ে শিক্ষার্থীদের সনদ তুলে দেবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সমাবর্তনে বক্তব্য দেবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তনে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন এসইউবির উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার গণি চৌধুরী ও ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. এ এম শামীম।

 

Post MIddle

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সমাবর্তনে ডিগ্রি প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সঙ্গীতশিল্পী হাবিব ওয়াহিদ। এরপর শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের নৈশভোজের মধ্য দিয়ে সমাবর্তন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হবে।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট