স্টামফোর্ডে এনভায়রনমেন্টাল ল্যাব উদ্বোধন

IMG_6231স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে রোববার (১৩ মার্চ) জিআইএস এবং এনভায়রনমেন্টাল দুটি ল্যাব উদ্বোধন করা হয়। ল্যাব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট ফাতিনাজ ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. এম. ফিরোজ আহমেদ।

 

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য এবং বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. কে. মউদুদ ইলাহীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের উপদেষ্ঠা এস এম ইকরামুল হক, রেজিস্ট্রার এম এ মতিনসহ বিভাগীয় শিক্ষকবৃন্দ।

 

Post MIddle

বক্তাগণ বলেন বিভাগীয় শিক্ষা কার্যক্রম আরও একধাপ এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে স্টামফোর্ড যুগোপযোগী ল্যাবরেটরি স্থাপন করে যাচ্ছে এটি তারই একটি প্রয়াস। শিক্ষা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে টএঈ-ঐঊছঅচ এর অনুদানের পাশাপাশি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় এই ল্যাব স্থাপন সম্ভব হয়েছে।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট