শাবি শিক্ষিকাকে উত্যক্ত করায় দুই বহিরাগত আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষিকাকে উত্যক্ত করার দায়ে দুই বহিরাগত যুবককে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তরা হলো ফিজা এন্ড কোং-এর শ্রমিক হৃদয় ও রুবেল।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের এককিলো দিয়ে হেঁটে যাওয়ার সময় পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক দিলারা রহমানকে উত্যক্ত করে বহিরাগত দুই যুবক। এসময় শিক্ষার্থীরা তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে সহকারী প্রক্টর আলমগীর কবির বলেন, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদের ধরে মারধর করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করে। প্রক্টরিয়াল বডি তাদের অপরাধ বিবেচনা করে জালালাবাদ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় দোষীদের বিরূদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে বলে জানান জালালাবাদ থানা পুলিশের পরিদর্শক শ্যামল বণিক।#
লেখাপড়া২৪.কম/আরএইচ