ইবির জিয়া পরিষদের মহাসচিবকে অভিনন্দন
জিয়া পরিষদের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনিত হওয়ায় প্রফেসর ড. এমতাজ হোসেনকে অভিনন্দন জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার ফুলের তোড়া দিয়ে তাকে অভিবাদন জানান সমিতির নেতারা। জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন।
এর আগে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় জিয়া পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মনোনিত হওয়ায় ড. এমতাজকে ফুলেল শুভেচ্ছা জানান শিক্ষক সমিতির নেতারা। শিক্ষক সমিতির কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান তারা।
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ