ইবির কর্মকর্তাদের কর্মবিরতি
বেতন স্কেল বৃদ্ধির দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মবিরতি পালন করেছে কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির ডাকা আন্দোলনের দ্বিতীয় দিনে সোমবার কর্মকর্তারা কাজে না ফেরায় প্রশাসনিক কর্মকান্ডে নেমে এসেছে স্থবিরতা। এদিকে কর্মকর্তাদের আন্দোলনে কর্মকান্ডে অস্থিতিশীলতা তৈরী হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে শিক্ষক সমিতি।
সোমবার টানা দ্বিতীয় দিনের মত কর্মবিরতি পালন করেছে কর্মকর্তারা। উপ-রেজিষ্ট্রার পদের বেতন সহযোগী অধ্যাপকদের সমমান স্কেল করার দাবিতে রবিবার থেকে অনিদ্রিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় কর্মকর্তা সমিতি। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কর্মকর্তারা নানা ভাবে চাপ প্রয়োগ করছে বলে জানা গেছে।
কর্মকর্তা সমিতির সভাপতি মো. সোহেল বলেন-‘সম্পূর্ণ যৌক্তিকতা ও বৈধতার ভিত্তিতে কর্মকর্তারা বেতন স্কেল বৃদ্ধির দাবি জানিয়ে আসছে। কিন্তু প্রশাসন এব্যাপারে কোন ইতিবাচক মনোভাব ব্যক্ত করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
লেখাপড়া২৪.কম/ইবি/নবীন/এমএএ