সমাবর্তনের বর্ণিল সাজে চুয়েট ক্যাম্পাস

_DSC0147চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তৃতীয় সমাবর্তন সোমবার। এ অনুষ্ঠানের সব প্রস্তুতি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। সমাবর্তন উপল্েকষ্য ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।

 

জানা গেছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার বিকালে সমাবর্তনে সভাপতিত্ব করবেন। সমাবর্তনে ২০১২ সালের ১৬ অক্টোবর থেকে এবছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সনদ ও রাষ্ট্রপতি স্বর্ণপদক দেয়া হবে। এক হাজার ৫৬৪ জন স্নাতক, ৩২ জন স্নাতকোত্তর, চারজন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ও তিনজন পিএইচপি ডিগ্রি অর্জনকারীকে সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজনকে রাষ্ট্রপতি স্বর্ণপদক দেয়া হবে।

 

Post MIddle

সূত্র জানায়, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী সমাবর্তন বক্তা ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আব্দুল মান্নান বিশেষ অতিথি হিসেবে সমাবর্তনে উপস্থিত থাকবেন। এছাড়া চুয়েট উপাচার্য মো. জাহাঙ্গীর আলম, উপ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলমও অনুষ্ঠানে বক্তব্য দেবেন। সমাবর্তনে দেশি-বিদেশি প্রায় তিন হাজার অতিথি যোগ দেবেন।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট