চবি লোকপ্রশাসন বিভাগের ৩৫ বছর পূর্তি উদযাপন

cuনানা আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) লোকপ্রশাসন বিভাগ ৩৫ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, উন্নত রাষ্ট্র গড়তে গণতন্ত্রের বিকল্প নেই।আমরা গণতন্ত্র গণতন্ত্র করলেও কারও কারও ভালো লাগে স্বৈরতন্ত্র। গণতন্ত্রের অনেক খাদ থাকতে পারে। তারপরও এখনো এর কোনো বিকল্প তৈরি হয়নি।  তিনি বলেন, যখন দেশ স্বাধীন হয়েছিল তখন সাড়ে সাত কোটি মানুষকে আমরা খাওয়াতে-পরাতে পারতাম না। অথচ এখন ১৬ কোটি মানুষের মুখে খাবার যোগান দিয়ে উদ্ধৃত্ত থেকে যাচ্ছে, যা আমরা রপ্তানি করতেও শুরু করেছি।

 

চবির লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান সিরাজ-উদ-দৌল্লার সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমদ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চবির লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. খসরুল আলম কুদ্দুসি।

 

Post MIddle

সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে মন্তব্য করে তোফায়েল আহমদ বলেন, এখন সামনে যে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি আছে, সেটা বাস্তবায়নে গতিশীল প্রশাসন লাগবে। সেজন্য লোকপ্রশাসন বিভাগকে আধুনিকায়ন করার বিকল্প নেই।

 

৩৫ বছর পূর্তি অনুষ্ঠানের বক্তা লোকপ্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক মো. নুরুল ইসলাম বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে উন্নত প্রশাসন প্রয়োজন। সেই উন্নত প্রশাসন গড়ার লক্ষ্যে লোকপ্রশাসন বিভাগকে আধুনিকায়ন করতে হবে। লোকপ্রশাসনের আধুনিকায়নের মাধ্যমে বিশ্বায়নের এ যুগে যে চ্যালেঞ্জ সেটাকে আমরা মোকাবেলা করতে পারব।

 

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী চট্টগ্রামের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মনোয়ার ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী এবং বাংলাদেশ সরকারের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট