নৈতিক উন্নয়ন কেন্দ্রের কর্মশালার সমাপ্তি

Pic. Moral D. Cent. 13-3-16নৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ‘দর্শনের আন্তঃবিষয়ক সম্পর্ক ও মানবকল্যাণ’ শীর্ষক দু’দিন ব্যাপী কর্মশালা সমাপনী অধিবেশন আজ (১৩ মার্চ ২০১৬) রবিবার সকালে বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আখতারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক ইউজিসি অধ্যাপক ড. গালিব আহসান খান।

 

Post MIddle

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তথ্য কমিশনের কমিশনার অধ্যাপক ড. খুরশীদা বেগম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন
দর্শন বিভাগের অধ্যাপক ড.শাহ্ কাওসার মুস্তাফা আবুউলায়ী এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

 

উল্লেখ্য, গত ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার সকালে দুদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঐ দিন কর্মশালার দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

পছন্দের আরো পোস্ট