জবিতে বিডি জব্স এর ক্যারিয়ার ফেস্টিভ্যাল

bd jobs.com jnu picজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে বিডি জব্স এর উদ্যোগে দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেস্টিভ্যাল উদ্বোন করা হয়েছে।আজ বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মিলানায়তনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ ফেস্টিভ্যালের উদ্বোন করেন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাব এর সহযোগিতায় আয়োজিত এ ফেস্টিভ্যালে অংশগ্রহন করেছে প্রায় ১৫ টির ও বেশি স্বনামধন্য লোকাল এবং বিদেশী কোম্পানি। অংশগ্রহনকারী এ কোম্পানিগুলো শিক্ষার্থীদের ফুলটাইম ও পার্টটাইম চাকরির শূন্যপদ প্রদর্শন করেন ফেস্টিভ্যালে। বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ও বর্তমানে অধ্যয়নরত সব শিক্ষার্থীরা এই ফেস্টিভ্যালে অংশগ্রহন করতে পারবেন।

 

এছাড়া কেনো কোম্পানিতে চাকরি করতে কী ধরনের অভিঙ্গতা লাগবে তাও জানতে পারবেন বলে উল্ল্যেখ করেন ফেস্টিভ্যালের আয়োজকরা।

পছন্দের আরো পোস্ট