ইবি কর্মকর্তাদের অনির্দিষ্টকাল কর্মবিরতি শুরু

1ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি ঘোষিত অনির্দিষ্টকালের পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে কর্মকর্তারা। রোববার হতে পূর্ণদিবস কর্মবিরতির এই কর্মসূচি শুরু হয়েছে। দলমত নির্বিশেষে সকল পর্যায়ের কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তারা নিজ নিজ অফিস ছেড়ে প্রশাসন ভবনের নিচতলায় অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করে চলেছেন।

 

 

জানা গেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ন্যায় উপ-রেজিস্ট্রার /সমমান পদে কর্মকর্তাদের ২৫৭৫০-৩৩৭৫০/= টাকা স্কেল প্রদান, কর্মকর্তাদের চাকুরীর বয়সসীমা ৬২ বছরকরণ, সরকারী ঘোষণা অনুযায়ি মার্চ মাসের বেতনের সাথে বকেয়া পাওনাদি পরিশোধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আসছেন। কর্তৃপক্ষ সমিতির এই দাবি পূরণে একাধিকবার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না হওয়ায়, অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দেয় কর্মকর্তা সমিতি।

 

2তবে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, পরীক্ষাসহ শিক্ষা সংক্রান্ত জরুরি বিষয় ও চিকিৎসা কার্যক্রম এই কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তা সমিতির সভাপতি মোহাম্মদ সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আহসানুল হক হাসান।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট