ইবিতে সিরাজগঞ্জ জেলার নবীণবরণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যায়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে নবীণবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সকাল ১১ টায় এ অনুষ্ঠান শুরু। এতে জেলার শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে শিক্ষার্থী মিরাজুল ইসলাম ও শিফতি খানমের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপত্বি করেন প্রফেসর ড. শাহজাহান আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা রেজা মো: আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে ইবির ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এ. এস. এম আব্দুল লতিফ, ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ভাইস প্রেসিডেন্ট মীর রহমত উল্লাহ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুন, বি.আর.বি ক্যাবল ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজার ইঞ্জিনিয়ার মো: মতিয়ার রহমানসহ প্রমুখ।