ইউএপিতে কলেজিয়েট প্রোগ্রামিংয়ের পুরস্কার বিতরণ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১২মার্চ) অনুষ্ঠিত হয়।
গ্রীণরোডে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ভাইস চ্যান্সেলর প্রফেসর জামিলুর রেজা চৌধুরীরর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রো-ভিসি প্রফেসর এমআর কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-প্রফেসর ড.আবুল এল হক, কাইয়ুম রেজা চৌধুরী, এএসএম আশরাফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, প্রতিযোগিতায় ১২৬টি টিমের মধ্যে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি।#
লেখাপড়া২৪.কম/আরএইচ