আন্ত:কলেজ সংস্কৃতি প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

NU Press Release 12.03.2016আজ (১২মার্চ.) শনিবার সকালে ঢাকার সরকারি সংগীত কলেজ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ত:কলেজ সংস্কৃতি প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে চূড়ান্ত পর্বে বিভিন্ন কলেজ থেকে আগত প্রতিযোগীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন , “আমাদের বাঙালিদের যেমন একটি উন্নত ভাষা রয়েছে, তেমনি শিল্প-সাহিত্য-সংস্কৃতির দিক থেকেও আমরা অত্যন্ত সমৃদ্ধ। এ অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘসময় পরিসরে বিস্তৃত এক মিথস্ক্রীয় প্রক্রিয়ায় যে সংশ্লেষণাত্মক অসাম্প্রদায়িক সংস্কৃতির বন্ধন গড়ে উঠেছে, তাই হচ্ছে অসাম্প্রদায়িক বাঙালি জাতিসত্তার ভিত্তিভূমী।

 

জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতাকে রুখতে হলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অসাম্প্রদায়িকতার আদর্শকে সুদৃঢ় করতে হবে। এখন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজে আন্তঃকলেজ সাহিত্য- সংস্কৃতি-ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়মিত অব্যাহত থাকবে।

 

Post MIddle

চূড়ান্ত প্রতিযোগিতার এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নোমান-উর-রশীদ, নাট্যব্যক্তিত্ব জনাব রামেন্দু মজুমদার, সংগীত কলেজের অধ্যক্ষ শামিমা পারভীন, নাট্যাভিনেতা অধ্যাপক রহমত আলী সহ বিপুল সংখ্যক শিক্ষক-কর্মকর্তা-শিল্পী উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য ২৫শে জানুয়ারি ২০১৬ থেকে দুই হাজার দুইশ’ কলেজের মধ্যে ৮টি বিষয়ে এ সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়ে জেলা, বিভাগ পর্যায় শেষে আজ জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৪,৩৬০ জন প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ ৬৪ জন শিক্ষার্থী ৮ টি বিষয়ে এতে অংশগ্রহণ করেন। ১৯শে মার্চ বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হবে।

 

 

পছন্দের আরো পোস্ট