মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং করায় বখাটের জেল

Ivteging picসাতক্ষীরা সদর উপজেলার গাভা দাখিল মাদ্রাসা’র সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্তাক্ত্য করায় করায় মফিজুল ইসলাম (২২) নামে এক বখাটে যুবককে ৩ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী এ রায় দেন। পরে তাকে জেলা কারাগারে প্রেরণ করে সদর থানা পুলিশ। বখাটে যুবক উপজেলার দক্ষিণ ফিংড়ী এলাকার শহর আলী গাজী’র ছেলে।

 

Post MIddle

ব্রক্ষ্মরাজপুর পুলিশ ক্যাম্পে’র ইনচার্জ অচিন্ত্য কুমার অধিকারী জানায়, ‘গাভা দাখিল মাদ্রাসা’র সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে মাদ্রাসায় যাওয়া-আসার পথে দীর্ঘদিন ধরে অশ্লীল কথা বার্তা ও কু প্রস্তাব দিয়ে উত্তাক্ত্য করে আসছে। শুক্রবার সকালে মফিজুল ইসলাম মেয়েটিকে কু প্রস্তাব ও হাত ধরে টানাটানি করার সময় স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে এবং বখাটে মফিজুল ইসলামকে সোর্পদ করে।

 

ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় মফিজুল ইসলামকে ৫০৯ ধারা মোতাবেক ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

পছন্দের আরো পোস্ট