সিটের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও জাবি ছাত্রীদের

oojpgহলে সিট সংকট সমাধানের দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীরা। বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শেখ হাসিনা হলের ৪৪তম ব্যাচের অর্ধশতাধিক ছাত্রী উপাচার্যের বাসভবনের প্রবেশপথ অবস্থান নেয়।

 

জানা গেছে, হল প্রভোস্ট কমিটির এক সভায় নবনির্মিত বেগম সুফিয়া কামাল হলে ৪৪তম ব্যাচের সিট বরাদ্দ পাওয়া ছাত্রীদের আগে না উঠিয়ে নবাগত ৪৫তম ব্যাচের ছাত্রীদের ওঠানোর সিদ্ধান্তের কথা জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্রীরা। সুফিয়া কামাল হলের নির্মাণকাজ সম্পূর্ণ শেষ না হওয়ায় ৪৪ ব্যাচের এই ছাত্রীরা গত এক বছর শেখ হাসিনা হলে গাদাগাদি করে থাকছেন।

 

Post MIddle

বিক্ষুব্ধ ছাত্রীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে প্রায় দুই ঘণ্টা বাসভবন ঘেরাও করে রাখেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, প্রক্টর তপন কুমার শাহা, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা হলে ফিরে যান।

 

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তীব্র সিট সংকটের কারণে এ বছর সঠিক সময়ে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মাস পর আগামী ১২ মার্চ ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের (২৫ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরু হয়ে ৫ নভেম্বর শেষ হয়)। এতে ক্লাস শুরুর আগেই কয়েক মাসের সেশনজটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। গত কয়েক বছরে দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়টির হলে সিট সংকট তীব্র আকার ধারণ করেছে।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট