ঢাবিতে গণ স্বাক্ষর ও প্রতিবাদী কার্টুন প্রদর্শনী

IMG_6423ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার (১০ মার্চ,২০১৬) বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে রুটবদলাও আন্দোলনের প্রতিবাদী কার্টুন প্রদর্শনী অনুষ্টিত হয়েছে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেলের রুটবদলাও আন্দোলনে গত ২০ জানুযারী থেকে চলমান গণ-স্বাক্ষর কর্মসূচী আজও বহাল ছিলো। আন্দোলনরত শিক্ষার্থীদের বক্তব্য, তাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত আন্দোলন জারি থাকাবে ।

Post MIddle

IMG_6404আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ- অনুপম দত্ত: ০১৭৪৭১৯২৬৮৯, ফারহান শাহারিয়ার : ০১৯৭৩১০৬৬০৪,  সামান্তা শারমিন : ০১৬৭৫৭২৭৯৩৬

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট