ঢাবিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

10-3-16 (2)‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করবো জয়’ প্রতিপাদ্য নিয়ে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৬’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের আয়োজনে (১০ মার্চ) বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

Post MIddle

উক্ত শোভাযাত্রায় ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি হয়ে ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

 

লেখাপড়া২৪.কম/ঢাবি/পিআর

পছন্দের আরো পোস্ট