ইবিতে শনিবার রজত জয়ন্তী অনুষ্ঠান

IUইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের পঁচিশ বছর পূর্তি উপলক্ষ্যে শনিবার রজতজয়ন্তী উৎসব হবে । বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিভাগের সাবেক বর্তমান সকল শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার, বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. শাহিনুর রহমান, অনুষদীয় ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ প্রমুখ।

 

Post MIddle

বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১০টায় অনুষদ ভবন থেকে রজতজয়ন্তী উপলক্ষে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়য়ে আনন্দ শোভাযাত্রা হবে। ক্যাম্পাসের প্রধান সড়ক ঘুরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে গিয়ে শেষ হবে। সেখানে অতিথিদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের পর দুপুরের আনন্দ ভোজ অনুষ্ঠিত হবে। পরে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন হবে বলে জানিয়েছে বিভাগটি।

 

লেখাপড়া২৪.কম/ইবি/নবীন

পছন্দের আরো পোস্ট