ইবিতে ক্রিকেট প্রতিযোগীতা শুক্রবার

IUইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ প্রতিযোগীতা হবে। জানা গেছে ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভাগের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

 

Post MIddle

বিভাগ সুত্রে, ১৯৯০-৯১ শিক্ষাবর্ষ দিয়ে আরবী বিভাগের যাত্রা শুরু হয়। এ পর্যন্ত এ বিভাগ থেকে বিশটি ব্যাচ তাদের শিক্ষা জীবন শেষ করেছে। বিভাগের ২৫ বছর পূর্তিকে স্মরণীয় রাখতে ইতোমধ্যে বেশ কিছু কর্মসূচি সম্পন্ন করেছে বিভাগটি। আনন্দ র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে শুক্রবার সাবেক শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। বিকেল ৪টা থেকে এ খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

লেখাপড়া২৪.কম/ইবি/নবীন

পছন্দের আরো পোস্ট