নর্থ সাউথ ইউনিভার্সিটির “গৌরবের দুই যুগ পূর্তি”

IMG_7994নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে চলছে “গৌরবের দুই যুগ পূর্তি”। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের ৭ম দিনে ৯ মার্চ, বুধবার সিভিল অ্যান্ড ইনভারমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে “পদ্মা সেতুঃ একটি ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন পদ্মা সেতুর সমন্বয়কারী মেজর জেনারেল আবু সায়ীদ মোহাম্মাদ মাসুদ।

 

প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন আহমেদ এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। মেজর মাসুদ তার বক্তব্যে পদ্মা সেতুর নির্মাণ কাজের বিভিন্ন দিক তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারস ইন্সিটিউট বাংলাদেশ এর সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুইয়া এবং বিশ্ব ব্যাংক এর সিনিয়র ট্রান্সপোর্ট অফিসার মহিউজ্জামান।

 

অপর একটি টেক জায়েন্ট সেমিনারে টেলিনর হেল্‌থ (টেলিনর গ্রুপ) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান, গুগল বাংলাদেশের বিপনন পরামর্শক হাসমী রাফসান জানি বক্তব্য রাখেন। এসময় বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

 

Post MIddle

সন্ধায় এনএসইউ ইন্টারন্যাশনাল অফিসের আয়োজনে ইন্টারন্যাশনাল এভেনিং অনুষ্ঠিত হয়। এতে জনপ্রিয় সঙ্গীত শিল্পী অর্ণব গান পরিবেশন করেন। এছাড়া এনএসইউ বিদেশী শিক্ষক-শিক্ষার্থী ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সস এর শিক্ষার্থীরা নাটক, গান, নাচ পরিবেশন করেন।

 

এসময় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, বিভিন্ন অনুষদের ডিন এবং প্রশাসনিক প্রধানগন উপস্থিত ছিলেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট