ঢাবি নৈতিক উন্নয়ন কেন্দ্রের কর্মশালা আগামীকাল

ঢাবিনৈতিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ‘দর্শনের আন্তঃবিষয়ক সম্পর্ক ও মানবকল্যাণ’ শীর্ষক দু’দিন ব্যাপী কর্মশালা উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল ১০ মার্চ ২০১৬ বৃহস্পতিবার । বিশ্ববিদ্যালয় আর.সি. মজুমদার অডিটরিয়ামে সকাল ১১:০০টায় কর্মশালার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন ক্রিমিনলজি বিভাগের অধ্যাপক ড. জিয়াউর রহমান এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দীন। আলোচনায় অংশগ্রহণ করবেন ক্রিমিনলজি বিভাগের খন্দকার ফারজানা রহমান এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. নাইমা হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

 

Post MIddle

বিকেলের অধিবেশনে সভাপতিত্ব করবেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। ১৩ মার্চ রবিবার সকাল ১১:০০টায় অনুষ্ঠিত কর্মশালার তৃতীয় অধিবেশন। এতে সভাপতিত্ব করবেন প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আখতার হুসাইন।##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট