চবি বিভিন্ন বিভাগের পরীক্ষার সময়সূচি

CUচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিভিন্ন বিভাগের পরীক্ষার সময় ঘোষনা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চবির ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মো. ফরহাদ হোসেন খান।

 

রসায়ন বিভাগ: রসায়ন বিভাগের ২০১৪ সালের এম.এস. (অজৈব রসায়ন শাখা, ভৌত রসায়ন শাখা, জৈব রসায়ন শাখা) কোর্স নং-৫০১ থেকে ৫০৬ এর পরীক্ষাসমূহ আগামী ৩.৪.২০১৬ থেকে ২৮.৪.২০১৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে শুরু হবে। বিস্তারিত সময়সূচি সংশ্লি¬ষ্ট বিভাগ থেকে জানা যাবে।

 

Post MIddle

দর্শন বিভাগ: দর্শন বিভাগের এম.এ. ২০১৫ এর ৯.৩.২০১৬ তারিখের ৫০৭ নং কোর্সের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। উক্ত কোর্সের পরীক্ষার তারিখ পরে জানানো হবে। অন্যান্য কোর্সের পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।

 

গণিত বিভাগ: অনিবার্য কারণবশত গণিত বিভাগের ৪র্থ বর্ষ বি.এস-সি. (সম্মান)-২০১৪ এর ৯.৩.২০১৬ তারিখে অনুষ্ঠিতব্য কোর্স নং-৪০১ এর পরীক্ষা স্থগিত করা হয়েছে। উক্ত কোর্সের পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। অন্যান্য কোর্সের সময়সূচি অপরিবর্তিত থাকবে।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট