মোরেলগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি ফুটবল ম্যাচ

eবাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মঙ্গলবার বিকেলে ক্ষুদে ফুটবলাদের এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। মোরেলগঞ্জ ওয়ার্ল্ড ভিশন এডিপি মোরেলগঞ্জ আয়োজনে ও ওয়ান গোল ক্যাম্পেইনকে কেন্দ্র করে উপজেলা জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলার আয়োজন করা হয়।

 

Post MIddle

বিদ্যালয়ের ১০ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত খেলায় ১-০ গোলে ১০ শ্রেণী জয়লাভ করে। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার ফ্যান্সিস জুরান মন্ডল, ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এডিপি প্রোগ্রাম অফিসার ফুলি সরকার, সমর হালদার, ফরিদুল ইসলাম, ফাইন্যান্স কর্মকর্তা ক্যানেট বিশ্বাস, পলাশ রঞ্জন সরকার, রিনো নাথ, দ্বিপল বিশ্বাস সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুধিজন । খেলা শেষে প্রধান অতিথি জুরান ফ্যন্সিস মন্ডল বিজয়ী ও রানার্স আপদের মাঝে ট্রপি বিতরণ করেন। ##

 

লেখাপড়া২৪.কম/এমএইচ

পছন্দের আরো পোস্ট