আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেটে ঢাবি ও চবি জয়ী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী খেলার মাঠে অনুষ্ঠিত আন্ত:বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতায় মঙ্গলবারের খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫৬ রানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালকে (বিইউপি) পরাজিত করেছে। সকালে টসে জিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ২১৩ রান করে। সবুজ ৯৬ রান। জবাবে বিইউপি ১৯.২ ওভারে ৫৭ রান করে অল আউট হয়। তানভীর ৪/৮ উইকেট। দিনের অপর খেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৩৯ রানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কে পরাজিত করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বিনিময়ে ১২০ রান করে। জবাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ১৮.২ ওভারে ৮১ রানে অল আউট হয়। #
লেখাপড়া২৪.কম/আরএইচ