সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা

001কর্মে অধিকারে মর্যাদায়, নারী-পুরুষ থাকবে সমতায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা ও পাঁচজন নারীকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৮ মার্চ) সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

 

র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন।

 

Post MIddle

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জী, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর দিলারা বেগম, সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, পৌরসভার প্যানেল মেয়র শেখ শফিক উদ-দৌলা সাগর, প্রভাষক সালেহা আক্তার, এ্যাড. ফরিদা আক্তার বানু, পৌর কাউন্সিলর অনিমা রানী মন্ডল, নারী নেত্রী জ্যোস্না দত্ত ও ফরিদা আক্তার বিউটি।

 

স্বাধীনতার পর থেকে সকল বাধা পেরিয়ে নারীরা আজ এগিয়ে যাচ্ছে। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রী, স্পিকার, বিরোধী দলীয় নেত্রীসহ অনেকেই নারী। তারা তাদের যোগ্যতায় সফলতার স্বাক্ষর রেখেছেন। সময়ের ব্যবধানে নারীদের নিয়ে এখন আর চিন্তা করতে হয় না। এখন প্রমাণিত নারীরা সবই পারে। নারীদের সামনে এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। নতুন প্রজন্মের উদ্দেশে মিসেস রিফাত আমিন বলেন, তোমরা যারা স্কুল ও কলেজে পড়ালেখা করছো, তোমাদের অবশ্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ শুনতে হবে। তাহলে তোমাদের মনে দেশের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ সৃষ্টি হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার সিরাজুল ইসলাম মল্লিক, এনডিসি বিষ্ণুপদ পাল, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর এরিয়া ম্যানেজার আবুল ফজল মোঃ আহাদ, প্রভাষক সুভাষ সরকার, বঙ্গবন্ধু পেশা ভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা পারভীন সেজুতি, পৌর কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ।

 

অনুষ্ঠানের সহযোগীতায় ছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সচেতন নাগরিক কমিটি (সনাক), স্বদেশ, বরসা, ওয়ার্ল্ড ভিশন সাতক্ষীরা এডিপি, বাংলাদেশ মহিলা পরিষদ, অগ্রগতি সংস্থা, সাতক্ষীরা পৌরসভা, লাইট হাউজ, প্রথম আলো বন্ধুসভা, এটিএন বাংলা, ব্র্যাক, উত্তরণ, সুশীলনসহ বিভিন্ন এনজিও সংগঠন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ এর পরিচালক মাধব দত্ত।

 

 

 

পছন্দের আরো পোস্ট