নোবিপ্রবিতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

????????????????????????????????????

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার রাত ১২টা হতে বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্প্রচার করা হয়।

 

এরপর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মো.মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি মেহেদী মাহমুদুল হাসান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক মো. রাশেদ উদ্দিন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

 

Post MIddle

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘আজ ঐতিহাসিক ৭ই মার্চ; ১৯৭১সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের রক্তচক্ষুকে উপেক্ষা করে ভাষণের চূড়ান্ত পর্যায়ে তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ ভাষণে তিনি বাঙালিকে যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার আহ্বান জানান। ৭ই মার্চের এ ঘোষণারফলশ্রুতিতে শুরু হয় রক্তক্ষয়ী এক
দীর্ঘ সংগ্রাম; রক্তাক্ত এ পথ পাড়ি দিয়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্খিত স্বাধীনতা।’

 

তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব হলো স্বাধীনতা রক্ষা করা এবং স্ব স্ব অবস্থান থেকে সততা, নিষ্ঠা ও দেশপ্রেমের মাধ্যমে কাজ করা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিভিন্ন বিভাগ, শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ ও অফিসার্স অ্যাসোসিয়েশনেরপক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এছাড়াও বিভাগসমূহে স্ব স্ব উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও দিবসের তাৎপর্য এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট