আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আশার র্যালী
আন্তর্জাতিক নারী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষ্যে আজ (৮ মার্চ ২০১৬) মঙ্গলবার আশা, আশা ইন্টারন্যাশনাল এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ (আশাইউবি) যৌথভাবে একটি র্যালীর আয়োজন করে। র্যালিটি সকাল ৯:৩০টায় আশা টাওয়ার প্রাঙ্গণ, শ্যামলী থেকে পদযাত্রা শুরু করে সকাল ১০:৩০ মিনিটে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (মানিক মিয়া এভিনিউ) গিয়ে শেষ হয়। আশা প্রেসিডেন্ট এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান মোঃ সফিকুল হক চৌধুরী কবুতর ও বেলুন উড়িয়ে আশা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে র্যালীর শুভ সূচনা করেন।
এ সময় আশা ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ, উপদেস্টা অধ্যাপক মোঃ মঈনউদ্দিন খান, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ, রেজিস্ট্রার জনাব মোঃ খালেকুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাজের নানা শ্রেণী ও পেশার প্রায় ৫০০ নারী-পুরুষ বিপুল উৎসাহ ও উদ্দীপনায় উক্ত র্যালীতে অংশগ্রহণ করেন । আশা গভর্নিং বডির সদস্য মিস রাবেয়া আক্তার চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে র্যালীর সমাপ্তি ঘোষণা করেন।