আন্তর্জাতিক নারী দিবস আজ

HISTORYআজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপন করা হবে। মহিলা এবং শিশুবিষয়ক মন্ত্রণালয়সহ মানবাধিকার ও নারী সংগঠনগুলো দিবসটি উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে।

 

‘অধিকার মর্যাদায় নারী-পুরুষ সমানে সমান’ প্রতিপাদ্যে মহিলা এবং শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আলোচনা সভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।

 

এদিন বিকেলে সামাজিক প্রতিরোধ কমিটির র‍্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। এ ছাড়া বিভিন্ন গণমাধ্যমে ক্রোড়পত্র প্রকাশ ও টকশোর আয়োজনসহ বিভিন্ন ব্যানার ফেস্টুন ও পোস্টারের মাধ্যমে দিবসটি সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

Post MIddle

1446066121১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সেলাই কারখানায় বিপজ্জনক ও অমানবিক কর্মপরিবেশ, স্বল্প মজুরি এবং দৈনিক ১২ ঘণ্টা শ্রমের বিরুদ্ধে নারীশ্রমিকরা প্রতিবাদ করেন। এরপর বিভিন্ন সময়ে ৮ মার্চে উল্লেখযোগ্য আরো ঘটনার ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা ক্লারা জেটকিনের প্রস্তাবে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণা করা হয়। জাতিসংঘ ১৯৭৫ সাল থেকে এই দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। তখন থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি উদযাপন করা হয়।

 

এ দিবস উদযাপনে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংযুক্ত মহিলা পরিষদের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়েছে। মুক্তাকাশের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হবে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিকাল ৪টায়। বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৪টায়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বিকাল সাড়ে ৪টায়। বেলা ১১টায় বাংলাদেশ গার্মেন্টস ওয়াকার্স প্রোটেকশন এলায়েন্সের সমাবেশ হবে জাতীয় প্রেসক্লাবের সামনে। এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করেছে বিকাল ৪টায়।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট