হাই স্কুল প্রোগ্রামিং আঞ্চলিক পর্ব মঙ্গলবার শুরু

045829Pic-05মঙ্গলবার (৮ মার্চ) থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রথম আঞ্চলিক পর্ব। প্রোগ্রামিং ছাড়াও আইসিটি কুইজ বিষয়ক এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নেবে।

 

Post MIddle

শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তোলার পাশাপাশি প্রোগ্রামিং দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দিতে ১৬টি শহরে পর্যায়ক্রমে প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের আয়োজন করা হবে। এ পর্বের বিজয়ীদের নিয়ে ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। বিস্তারিত .িহযংঢ়প.ড়ত্ম ও www.facebook.com/nhspcbd

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট