রাবিতে ‘জিআরই ওয়ার্কশপ’ অনুষ্ঠিত

ruবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উচ্চশিক্ষায় আরও আগ্রহী করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘জিআরই ওয়ার্কশপ’। রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবের সহ-সভাপতি হাসিব আল মামুনের সঞ্চালনায়, হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ৬মার্চ বিকেলে অনুষ্ঠিত হল এই কর্মশালা।

 

বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে বিকেল ৩টা থেকে শুরু হয় এই কর্মশালা।রাজশাহীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন।

 

কর্মশালায় ইভেন্টের রিসোর্স পার্টনার এবং কলাবরেটর ছিল ‘প্রজেক্ট হেডওয়ে’-রাজশাহী, আইটি পার্টনার ‘টেক্সল্যাব’, নেটওয়ার্কিং পার্টনার ‘বেন্ডিকার্ড’, মিডিয়া পার্টনার ‘লেখাপড়া২৪ডটকম’ ও ‘রেডিও পদ্মা ৯৯.২এফএম’।

 

Post MIddle

রাজশাহী ইউনিভার্সিটি হায়ারস্টাডি ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার জন্য নর্থআমেরিকা সেরা জায়গা।নর্থআমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ও স্কলারশীপ পেতে হলে ভালো ‘জিআরই’ স্কোর সাহায্য করে। এছাড়াও তিনি বলেন, ‘হায়ার স্টাডি সম্পর্কে মােটিভেশান ও ইনফরমেশান গ্যাপ কমিয়ে বাংলাদেশকে একটা মধ্যম ও ডেভেলপড কান্ট্রিতে পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি।‘

 

কর্মশালায় প্রধান বক্তা অরুপ কুমার মণ্ডল, ‘জিআরই সম্পর্কে বিস্তারিত তথ্য, দেশে ও দেশের বাহিরে এর গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় আলোচন করেন।’

 

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাবের প্রতিষ্ঠাতা সালেহ রোকন, সাধারণ সম্পাদক তাপু মণ্ডল, যুগ্ম সম্পাদক সাফি আল আমু, প্রোজেক্ট হেডওয়ের, রাজশাহীর পরিচালক পল বিশ্বাস সহ আরও অনেকে।#

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট