বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন মঙ্গলবার

Rajshahi VU photoরাজশাহীতে অবস্থিত বরেন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হচ্ছে মঙ্গলবার। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী নানাকর্মসূচি হাতে নেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার জানান, ‘২০১২ সালের ১৪ মার্চ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। ছয়টি বিভাগে মাত্র ৮৭ জন শিক্ষার্থী নিয়ে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলে ও বর্তমানে সেই সংখ্যা দাড়িয়েছে ৩৫ শততে। এখানে শিক্ষক রয়েছেন পূর্ণকালীন ১১৩ জন ও খন্ডকালীন ৩৬জন।’

 

Post MIddle

তিনি আরও বলেন, ‘মঙ্গলবার সকাল ১০টায় নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মূলক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. কাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক এম সাইদুর রহমান খান, রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক এম শাহনওয়াজ আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. রফিকুল আলম বেগএবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক সহ অনেকেই।
১৪ মার্চ প্রতিষ্ঠা হলেও ৮মার্চ বিশ্ববিদ্যালয় দিবস পালনের বিষয়ে সংবাদ সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নুরুল হোসেন চৌধুরী বলেন, ‘শিক্ষামন্ত্রী সময় দিতে না পারায় কয়েকদিন এগিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হচ্ছে।’

 

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মঙ্গলবার সকালে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গনি তালুকদার। এ ছাড়াও দুপুর দুইটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান খান ও জার্নালিজ, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমান প্রমুখ।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট