জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তির ভাষা গ্রন্থের মোড়ক উন্মোচন

Moctir vasha news picজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্বের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ওপর লেখা ‘মুক্তির ভাষা’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। আজ বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালযের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এর সভাকক্ষে ‘মুক্তির ভাষা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে এর মোড়ক উন্মোচিত হয়। গণযোগাযোগ ও সাংবদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেন (রাজীব মীর) ও বিভাগীয় শিক্ষার্থী সাইফুল ইসলাম রচিত মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ওপর লেখা ‘মুক্তির ভাষা’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর সভাপতিত্বে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কর্মী সৈয়দ হাসান ইমাম গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

 

Post MIddle

অনুষ্ঠানে স্বাধীন বেতার কেন্দ্রের অনুষ্ঠান ঘোষক মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ভৌমিক ও কণ্ঠশিল্পী মাজহারুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির মেন্টর জুনায়েদ আহমদ হালিম বক্তব্য রাখেন। এসময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

পছন্দের আরো পোস্ট