বাকৃবিতে সুইমিং পুলের উদ্বোধন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিব হলে সুইমিং পুল উদ্বোধন করা হয়েছে। সোমবার সুইমিং পুলের উদ্বোধন করেন বাকৃবি উপাচার্য প্রফেসর ড. আলী আকবর। সকাল ৯টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য। শ্রদ্ধা নিবেদন পরবর্তী সমাবেশে উপাচার্য হলের শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এরপর উপাচার্য হলের শিক্ষার্থীদের নিয়ে সকাল সাড়ে ৯টায় সুইমিং পুলের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রভোস্ট জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অফিসার অন স্পেশাল ডিউটি প্রফেসর ড. আলমগীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এ.কে.এম জাকির হোসেন, সহকারী প্রক্টর প্রফেসর ড. আজহারুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল মিয়া, এসএম রায়হানসহ অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।