নর্থ সাউথে আর্কিটেকচারাল ডিজাইন কারাট প্রতিযোগিতা
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে চলছে “গৌরবের দুই যুগ পূর্তি”। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের ৫ম দিনে আজ (৭ মার্চ) সোমবার আর্কিটেকচার ডিপার্টমেন্টের আয়োজনে “আর্কিটেকচারাল ডিজাইন কারাট” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি সদস্য ও মোহাম্মাদ শাহজাহান এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যবিদ্যার ছাত্রছাত্রীরা অংশগ্রহন করে।
এছাড়া স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণের প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনাব এ.কে.এম মোজাম্মেল হক, প্রধান বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. এ. কাশেম । সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স ডিপার্টমেন্টের আয়োজনে “গভর্নমেন্ট চ্যালেঞ্জেস ইন সাউথ এশিয়া” শীর্ষক অপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন টিআইবি নির্বাহী পরিচালক ডঃ ইফতেখারজ্জামান এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী।
অন্যদিকে ইকনোমিকস ডিপার্টমেন্টের আয়োজনে “লেকচার অন ইকনোমিকস অব সোশাল বিজনেস” শীর্ষক পাবলিক লেকচারে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন। এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টি সদস্যবৃন্দ বিশেষ অতিথি ছিলেন এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।
সন্ধায় এনএসইউ সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।