ঢাবি ক্রিমিনোলজির শিক্ষার্থীর মৃত্যুতে শোকর্যালী
সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলামের নিহতের ঘটনায় ঈগল পরিবহনের চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ।একই সাথে সড়ক দুর্ঘটনার প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবানও জানান বিভাগের চেয়ারপার্সন ড. জিয়া রহমান ।
রবিবার সকালে আয়োজিত শোকর্যালি শেষে অপরাজেয় বাংলার চত্বরে তারা এই দাবি জানান । কলাভবনে ক্রিমিনোলজি বিভাগ থেকে শুরু হয়ে শহীদ মিনার ঘুরে এসে শোক র্যালিটি অপরাজেয় বাংলার পাদদেশে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে রাজৈরগামী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান শরিফুল ইসলাম। তিনি ক্রিমিনোলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ।