ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে ইউজিসি চেয়ারম্যান
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান গতকাল (৫মার্চ) রংপুরের পীরগঞ্জে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। মরহুম ড. ওয়াজেদ মিয়া বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী।
ইউজিসি’র সিনিয়র কর্মকর্তাসহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নুর উন নবী তাঁর সফরসঙ্গী ছিলেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।