ড্যাফোডিলে আইকিউএসির উদ্যোগে কর্মশালা

inaugural ceremony of 2-day training program on Pedagogyড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে দুই দিন ব্যাপী “পেডাগজী এবং ব্লুমস টেক্সোনমী নির্ধারনী” শীর্ষক কর্মশালা আজ (৬ই মার্চ, ২০১৬) রবিবার বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ক্লাস রুমে শুরু হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এসুরেন্স সেল ইউনিটের প্রধান অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকাপ প্রকল্পের কোয়ালিটি এসুরেন্স ইউনিটের কোয়ালিটি এসুরেন্স স্পেশালিস্ট অধ্যাপক ড. এম. আবুল কাশেম। অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) এর এআইটি এক্সটেনশন জনাব ভরাভেট চোনলাসিন, মিস নারুমন ওয়াংনাই এবং ড. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনিস্টিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী এবং বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন।

 

Post MIddle

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষার মান নিশ্চিত করনে বদ্ধপরিকর। যদি আমরা বিশ্বায়নের এ যুগে তাল মিলিয়ে কর্ম উদ্যোগী শিক্ষার্থী তৈরী করতে পারি তবে সরকারের সদিচ্ছা অবশ্যই সফল হবে। বিশেষ অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম বলেন, যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশে উন্নতমানের ছাত্র-ছাত্রী তৈরীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সর্বদা চেষ্টা করে যাচ্ছে।

 

অনুষ্ঠানে এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি’র (এআইটি) টিম হাতে-কলমে শিক্ষকদের আধুনিক ও উন্নতমানের উচ্চ শিক্ষার প্রশিক্ষন প্রদান করেন। একই সাথে বিমস্টেকের সদস্য দেশ সমূহের উচ্চ শিক্ষার বিভিন্ন মান নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কিভাবে স্বনির্ধীরনী জরীপ লিখতে হয় এবং এ্যাক্রেডিশন কাউন্সিল তৈরী হলে কিভাবে বহিঃস্থ এ্যাসেসদের মোকাবেলা করা যাবে সে সম্পর্কে আলোকপাত করা হয়। এতে মোট ৫৭ জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষনে অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের লেকচারার দেওয়ান গোলাম ইয়াজদানী।

 

 

পছন্দের আরো পোস্ট