কুবিতে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) স্বেচ্ছায় রক্তদাতার সংগঠন ‘বন্ধু’ আগামীকাল সোমবার ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আলী আশরাফ।

সংগঠনের সভাপতি আইনুন নিশাত চেীধুরী জানায়, ৭মার্চ সোমবার সকাল ১০টা থেকে আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে এবং চলবে সপ্তাহব্যাপী। আর এর মধ্যে বিনামূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।