স্টামফোর্ড অর্থনীতি বিভাগে স্টাফ সেমিনার

IMG_6102গত (২ মার্চ, ২০১৬) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অর্থনীতি বিভাগের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের বিষয় ছিল A Reflection on the Traffic Management of Dhaka City: Quest for a solution. সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এটিএম জহুরুল হক। তিনি বলেন ঢাকা শহরে যানজট কমানো অসম্ভব কিছু নয়।

 

 

Post MIddle

ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালিত হলে ঢাকা শহরে লোকজনের বর্তমান পরিবহন দুর্ভোগ কমানো সম্ভব। এজন্য প্রয়োজন স্বল্পকালিন ব্যবস্থাপনা যা অতি সত্ত্বর গ্রহণ করা প্রয়োজন। দীর্ঘ মেয়াদী নগর পরিকল্পনা ও পরিবহন পরিকল্পনার প্রয়োজন আছে। এর সাথে প্রয়োজন mass transportation এর উপর অধিক গুরুত্ব আরোপ করা।

 

সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দসহ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

পছন্দের আরো পোস্ট