বেরোবিতে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ রোববার

BEROBIরোববার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান প্রধান অতিথি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী এতে সভাপতিত্ব করবেন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে নবীন ছাত্রছাত্রীদেরকে যথাসময়ে উপস্থিত হতে বলা হয়েছে।

 

এদিকে আগামী ঐতিহাসিক ৭ই মার্চ পালনের লক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে কর্তৃপক্ষ। জনপ্রশাসন সম্পর্কিত মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এইচ. এন. আশিকুর রহমান এমপি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব শরফুদ্দিন আহমেদ ঝন্টু, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মমতাজ উদ্দীন আহমেদ, রংপুর জেলা শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর শাখা আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান শফি এবং মহানগর শাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী এতে সভাপতিত্ব করবেন।

 

Post MIddle

অপরদিকে ৮ মার্চ মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে দেশবরেণ্য ব্যক্তিত্বগণ উপস্থিত থাকবেন।#

 

 

লেখাপড়া২৪.কম/আরএইচ

পছন্দের আরো পোস্ট