বিএন স্কুল-কলেজের ৩৫তম পুনর্মিলন অনুষ্ঠান উদ্বোধন
ঢাকাস্থ বিএন স্কুল-কলেজের ৩৫তম পুনর্মিলন অনুষ্ঠান আজ (৪মার্চ) শুক্রবার স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান অনুষ্ঠান উদ্বোধন করেন। ইউজিসি চেয়ারম্যান তাঁর বক্তব্যে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যকে গভীরভাবে জানার প্রতি আহবান জানান। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ বিএন স্কুল-কলেজের প্রাক্তন শিক্ষার্থী অ্যাসোসিয়েশনের সভাপতি তারেক হাসান মিঠুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব আরিফুল কায়সার রাসেল। উক্ত কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ মোসলেহ উদ্দিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।